• মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন রামপালের বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণে বিএনপির বিএনপি ঘোষিত ৩১ দফা তুলে ধরলেন ড. ফরিদ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মোংলায় লায়ন ফরিদের মতবিনিময় সভা মোংলায় জনসমাবেশে কৃষিবিদ শামীম – খাদ্য, পানি এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে ১০ জন শিক্ষক মিলে পড়াতেন ৮ শিক্ষার্থীকে,সবাই ফেল! নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলছে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি!! তথ্যের বন্যায় সত্য সংবাদ চিনে নেওয়াই বড় চ্যালেঞ্জ — আনোয়ার আল দীন শার্শায় বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী: চলছে প্রতিযোগিতা শার্শায় নিখোঁজের ৪দিন পর ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান, অনিয়মের অভিযোগ 

ডোমারে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ / ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

আজমির রহমান রিশাদ ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি সহ জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারেও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

সোমবার (১৩ই অক্টোবর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি পালন সম্পর্কিত মতবিনিময় ও শিক্ষক নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এজাবুল হোসেন শাহ।

এসময় ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মো. কাওছার আলম বকুল, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফারুক হোসেন রাজু, বাগডোকরা নিমোজখানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রইসুল আলম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, মটুকপুর স্কুল এন্ড কলেজ, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ, চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা, পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়, কারেঙ্গাতলী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এসময় প্রতিষ্ঠানগুলোর সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।

শিক্ষকেরা জানান, মূল বেতনের ওপর বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা প্রদান, উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত ও নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানের নিশ্চয়তা এবং এমপিওবঞ্চিত শিক্ষক ও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে লাঠিচার্জ করে বেশ কয়েকজন শিক্ষককে আহত করে পুলিশ। ঢাকার এই ঘটনার প্রতিবাদে দোষী পুলিশ সদস্যদের শাস্তি ও শিক্ষক নিরাপত্তা জোরদারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা